নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম পুলিশ লাইনে প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম পুলিশ লাইনে প্রত্যাহার

নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় মামলা না নেওয়া এবং দায়িত্ব অবহেলার অভিযোগে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান শুক্রবার সন্ধ্যায় বড়াইগ্রাম থানায় পরিদর্শনে এসে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার পর ভুক্তভোগীরা থানায় এসে সেবা না পাওয়ার অভিযোগ করেছেন। এছাড়া, ওসি সিরাজুল ইসলাম এই ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক সময়ে জানাতে পারেননি, যা দায়িত্ব অবহেলা হিসেবে বিবেচিত হয়। এই কারণে তাকে সাময়িকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য তুলে নেওয়া হয়েছে। তদন্তে অভিযুক্ত হলে সিরাজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে গাবতলী থেকে নাটোরের উদ্দেশে ছেড়ে আসা ইউনিক রোড রয়েলস পরিবহনের বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, এবং মামলার এজাহারে জানানো হয়েছে যে, ডাকাতরা বাসের যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুট করে। দুই নারী যাত্রীকে শ্লীলতাহানি করা হয়।