শহীদ মিনারে ফুল দিয়ে বর্ণমেলা শুরু, বিকেল পর্যন্ত নানা আয়োজন।

ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ‘বর্ণমেলা’ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলার উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গাওয়ার পর খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শিশুদের হাতে ছিল রজনীগন্ধা ফুল এবং তারা গান গেয়ে শ্রদ্ধা জানায়।
এ উপলক্ষে অভিনেতা আফজাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, অভিনেত্রী সাবিলা নূর, শিল্পী আনিসুজ্জামান সোহেল, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মেলা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে, যেখানে বাংলা বর্ণমালা, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হবে।
এ ছাড়া শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা যেমন ছবি আঁকা এবং হাতের লেখা, ঐতিহ্যবাহী খেলা, শরীরচর্চা, পাপেট থিয়েটার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বর্ণমেলায় শিশুদের হাতেখড়ি এবং ব্রেইল শিক্ষাও প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন