অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, একুশের গুরুত্ব হলো মাথা নত না করার দৃঢ় সংকল্প।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, একুশের গুরুত্ব হলো মাথা নত না করার দৃঢ় সংকল্প।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভাষা আন্দোলনের ইতিহাসে একুশের গুরুত্ব অপরিসীম। ‘বাংলা রাষ্ট্রভাষা চাই’ আন্দোলন ছিল শুধুমাত্র মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য নয়, এটি বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন ছিল। তাই একুশের অর্থ হলো মাথা নত না করার দৃঢ় সংকল্প।

তিনি আরও বলেন, একুশে ফেব্রুয়ারি কেবল শোকের দিন নয়, এটি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার শক্তিশালী উদাহরণ। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, এবং এমন আত্মত্যাগের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।

অধ্যাপক ইউনূস ব্যক্তিগতভাবে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, মাতৃভাষা জাতির ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির প্রতিফলন। তিনি আরো বলেন, মাতৃভাষা সংরক্ষণের শুধুমাত্র আবেগ নয়, এর পেছনে বড় স্বার্থও রয়েছে। ভাষা প্রযুক্তির সাথে সম্পর্কিত, এবং যে দেশ প্রযুক্তিতে অগ্রসর হবে, তার ভাষাও বিশ্বব্যাপী জনপ্রিয় হবে।

তিনি উল্লেখ করেন, একাধিক ভাষা শেখার মাধ্যমে মানুষের মেধা বৃদ্ধি পায়, এবং মাতৃভাষা কখনো হারিয়ে যায় না। পৃথিবীর অনেক দেশে একাধিক ভাষায় সাবলীলভাবে কথা বলা সাধারণ ব্যাপার।

এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা মাতৃভাষা সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণায় অবদান রাখার জন্য পুরস্কৃত হন।