এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নিয়োগ অনুমোদিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ণ
এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নিয়োগ অনুমোদিত।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন মার্কিন সিনেট অনুমোদন করেছে। রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট বৃহস্পতিবার এ মনোনয়ন অনুমোদন করে, যদিও ডেমোক্র্যাটরা এর বিরুদ্ধে ভোট দেয়। ৪৪ বছর বয়সী ক্যাশ প্যাটেল, ট্রাম্পের প্রতি তার আনুগত্যের জন্য পরিচিত, এফবিআইয়ের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

সিনেটে ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন পাস হয়, যদিও দুজন মধ্যপন্থী রিপাবলিকান, সুসান কলিন্স এবং লিসা মুরকোস্কি, তার বিপক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটরা ক্যাশ প্যাটেলের অতীত কর্মকাণ্ডের কারণে তার মনোনয়নকে তীব্রভাবে প্রতিরোধ করেছেন, তাদের মতে তিনি এফবিআইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন।

ক্যাশ প্যাটেল অতীতে ট্রাম্পের পক্ষ থেকে এফবিআইয়ের সমালোচনা করেছেন এবং সংস্থাটি সংস্কার করার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর বংশের উত্স ভারত, গুজরাট থেকে অভিবাসী বাবা-মায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা ক্যাশ প্যাটেল ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনে যোগ দেন।