দিল্লিতে বিজিবি ও বিএসএফ বৈঠকে ছয় বিষয়ে সমঝোতা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং বিএসএফ, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত চার দিনব্যাপী ৫৫তম সীমান্ত সম্মেলনে ছয়টি বিষয়ে সমঝোতা করেছে। এতে সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা বা মারধরের ঘটনা কমানোর লক্ষ্যে যৌথ টহল বাড়ানো, এবং দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, সীমান্তবর্তী এলাকায় অপরাধ যেমন মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও অন্যান্য চোরাচালান রোধে যৌথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সম্মতি জানানো হয়েছে। সম্মেলনে উভয় পক্ষ একে অপরের সহযোগিতার প্রশংসা করে এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
আপনার মতামত লিখুন