বিএনপির ৩১ দফা ও রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে নতুন কিছু শেখানোর প্রয়োজন নেই। যারা সংস্কারের নতুন ধারণা পেয়েছে, তাদের মধ্যেই তা রাখা উচিত। বিএনপির ৩১ দফা সংস্কার কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে বহু আলোচনা, বিতর্ক ও প্রস্তাবনা রয়েছে। এই দফাগুলো বাংলাদেশের মানুষের পরিবর্তনের বার্তা বহন করছে এবং তা নিয়েই তারা দেশের প্রতিটি জেলায় প্রচার চালাচ্ছেন। সংস্কারের বিষয়ে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ এবং এটি জনগণের মতামতের ভিত্তিতেই বাস্তবায়ন হবে।
তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোনো ব্যক্তির ভিশন বা গোষ্ঠীর মিশনের ভিত্তিতে নয়, জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে। বিএনপি ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাবে, তাদের সমর্থন পেলে তা বাস্তবায়িত হবে। অন্য রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব থাকলে, তা সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সংসদে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আলোচনা করতে চায়।
বর্তমানে সংস্কারের বিষয়ে যারা কথা বলছেন, তাদের কাছে জনগণের কোনো ম্যান্ডেট নেই বলে মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, তারা যদি সংস্কার নিয়ে কাজ করে থাকেন, তবে ধন্যবাদ। বিএনপি এসব প্রস্তাব সংসদে উত্থাপন করবে এবং আলোচনা করবে।
তিনি বলেন, তারেক রহমান একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির পথ দেখিয়েছেন, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং অন্যের মতামত গ্রহণের মানসিকতা থাকতে হবে। রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও একে অপরকে সম্মান জানানো উচিত।
বাংলাদেশের বইমেলার প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, অতীতে বইমেলায় শুধুমাত্র একটি পরিবারের আদর্শ ও চিন্তাধারা তুলে ধরা হতো, যা দেশের শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ভবিষ্যতে কোনো বিশেষ দর্শন বা চিন্তা যেন জনগণের ওপর জোর করে চাপিয়ে দেওয়া না হয়, সেটি নিশ্চিত করা হবে।
নতুন নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী চিন্তার অনুসারীদের স্বাধীনতার চেতনার ভিত্তিতেই দেশ গড়তে হবে। বিএনপি সংঘর্ষ বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়, তবে যারা খুন, গুম করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিএনপির রাষ্ট্র পরিচালনার দর্শন মাথায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন