রাতের ভোটে দায়িত্ব পালন করা এসপিদেরও ওএসডি বা অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে ৬৪ জেলার পুলিশ সুপারদেরও (এসপি) ওএসডি বা অবসরে পাঠানো হবে। তিনি শুক্রবার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।
আগে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জনসাধারণকে জানানো হয়। এরপর আজ তিনি ফেসবুক স্ট্যাটাসে পুলিশ সুপারদের বিষয়ে একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
২০১৪ সালের নির্বাচনে বেশিরভাগ দল অংশ নেয়নি এবং ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোটের ঘটনা ঘটেছিল, যা ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়। ২০২৪ সালের নির্বাচনে অনেক দল অংশ নেয়নি, এবং বেশিরভাগ প্রার্থী আওয়ামী লীগের নেতা ছিলেন।
আপনার মতামত লিখুন