শেবাগের কটাক্ষ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ৬ উইকেটের বড় পরাজয়ের পর বাংলাদেশের ক্রিকেট সামর্থ্য নিয়ে কটাক্ষ করেছেন ভারতের সাবেক তারকা ব্যাটার বীরেন্দ্র শেবাগ। এক টক শোতে তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলতে কখনোই ভয় পাইনি। তোমরা এমনভাবে বলছো যেন বিশাল কিছু হয়ে গেছে! এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে আনপ্রেডিক্টেবল কিছু করে বসতে পারে।’
শেবাগের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, তিনি ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশের ক্রিকেটকে হেয় করার চেষ্টা করেছেন।
ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২২৮ রান তোলে। তাওহীদ হৃদয় একমাত্র ব্যাটার হিসেবে লড়াই করেন এবং ১০০ রান করেন, জাকের আলি করেন ৫৩ রান। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৫৩ রানে ৫ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারত কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। শুভমান গিল ১২৯ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের বোলিং একেবারেই ধারহীন ছিল, যা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।
শেবাগের মন্তব্যের প্রসঙ্গে ভারতীয় উইকেটকিপার পার্থিব প্যাটেল বলেন, ‘জাকের আলি যদি লোকেশ রাহুলের ক্যাচটি ধরতে পারতো, তাহলে ভারতের তখনও ৭০ রান দরকার ছিল।’ তবে শেবাগ সেই প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বলেন, ‘তখনও তো হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ছিল। এমনকি বাংলাদেশের জন্য কুলদীপ যাদবই যথেষ্ট ছিল!’
শেবাগের এমন মন্তব্যে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এখন প্রশ্ন উঠেছে—পরবর্তী ম্যাচে কি মাঠেই জবাব দেবে বাংলাদেশ? ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তার উত্তর মিলতে পারে!
আপনার মতামত লিখুন