স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সম্ভাবনায় পোপ ফ্রান্সিস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সম্ভাবনায় পোপ ফ্রান্সিস

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল। তারা জানান, যদি তার স্বাস্থ্যের অবনতি ঘটে, তাহলে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন।

বর্তমানে ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন। ব্রঙ্কাইটিসের লক্ষণ দেখা দেওয়ার পর গত ১৪ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ ফেব্রুয়ারি ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়, তার শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) ধরা পড়ায় চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। তবে তিনি স্থিতিশীল আছেন এবং তার শরীরে জ্বর নেই।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, পোপ মানসিকভাবে সুস্থ এবং হাসপাতালে থেকেই কিছু কাজ ও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য পাঠের জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন। ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, পোপের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে, তবে তার ঘনিষ্ঠ কার্ডিনালরা আশঙ্কা করছেন যে অবস্থা আবারও খারাপ হতে পারে, এবং সেক্ষেত্রে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন।

সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, অন্তত তিনজন কার্ডিনাল ইতোমধ্যে পোপের সম্ভাব্য পদত্যাগ নিয়ে কথা বলেছেন। ভ্যাটিকানের জ্যেষ্ঠ কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি এক সাক্ষাৎকারে বলেন, পোপ এমন একজন ব্যক্তি যিনি তার সিদ্ধান্তের ক্ষেত্রে আন্তরিক, তাই তিনি পদত্যাগ করতে পারেন।

এ বিষয়ে আরও কথা বলেছেন কার্ডিনাল জ্যঁ মার্ক অ্যাভেলিন ও কার্ডিনাল হুয়ান যোসে ওমেলা। কার্ডিনাল ওমেলা বলেন, গির্জার ধারাবাহিকতা বজায় রাখতে নেতৃত্ব বদল স্বাভাবিক ঘটনা। কার্ডিনাল অ্যাভেলিনের মতে, যদি পোপ পুরোপুরি সুস্থ না হন, তবে তার পদত্যাগ সম্ভব।

এর আগে, ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্ট আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন, যা ১২৯৪ সালের পর প্রথম কোনো পোপের পদত্যাগের ঘটনা ছিল। সে সময় তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়েছিলেন, যদিও সংশ্লিষ্টরা মনে করেন, তার শারীরিক অবস্থা পোপ ফ্রান্সিসের মতো গুরুতর ছিল না। সম্প্রতি পোপ ফ্রান্সিসও জানিয়েছেন, যদি তার স্বাস্থ্য সমস্যা গুরুতর হয়ে ওঠে, তবে তিনি পদত্যাগের কথা বিবেচনা করবেন।