ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা শনিবার (২২ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে জানিয়েছেন, আজ রাত ১টার মধ্যে দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যে ১৩টি জেলায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলো হলো রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, মাদারিপুর এবং সিলেট।
এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার পর ঢাকায় বজ্রপাতসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য নজর রাখার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন