রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ইরান সফর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ইরান সফর

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি সপ্তাহে ইরান সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শনিবার (২২ ফেব্রুয়ারি) জানিয়েছেন, এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে, ল্যাভরভ ইরানের প্রেসিডেন্ট আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন এবং উভয় দেশের স্বার্থ-সংশ্লিষ্ট মূল ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন।

ইরান ও রাশিয়ার মধ্যে ‘লুক ইস্ট’ নীতির অধীনে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সামরিক সহযোগিতা থাকলেও কিছু ইরানি গণমাধ্যম সতর্ক করেছে যে, রাশিয়া নির্ভরযোগ্য অংশীদার নাও হতে পারে এবং ভূ-রাজনৈতিক অগ্রাধিকারের ওপর নির্ভর করে অবস্থান পরিবর্তন করতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা চালানোর পরও, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সামরিক নীতি নিয়ে কঠোর মনোভাব গ্রহণ করেছে এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মস্কো এবং ওয়াশিংটনের কৌশলগত স্বার্থ থাকতে পারে।