সাবেক দুই এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
সাবেক দুই এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক দুই চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও নজিবুর রহমানের বিরুদ্ধে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, প্রথমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং পরে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এই কারণেই তিনি মামলাটি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক দুই এনবিআর চেয়ারম্যান অবৈধভাবে হাফিজুর রহমানকে বরখাস্ত করেন এবং আদালতের রায় অনুযায়ী যথাযথভাবে তাকে পুনর্বহাল করেননি। এছাড়া, এনবিআরের আরও তিন সাবেক কর্মকর্তাকে আসামি করা হয়েছে—সুরাইয়া পারভীন শেলী, ঈদতাজুল ইসলাম ও রায়হানুল ইসলাম ভূঁইয়া।

গত নভেম্বরে তৃতীয় যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত ৩ ফেব্রুয়ারি মামলাটি গ্রহণ করেন এবং ৩ মার্চ প্রথম শুনানির দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, কাস্টমস বন্ড কমিশনার থাকাকালীন ২০১৬ সালের ২৮ নভেম্বর হাফিজুর রহমানকে বেআইনিভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে নিজের পক্ষে রায় পান এবং চাকরি ফেরতের আবেদন করেন। তবে, অবসরের সময় পর্যন্ত কালক্ষেপণ করে ২০২৩ সালের ৩০ নভেম্বর তাকে ভূতাপেক্ষভাবে পুনর্বহাল করা হয়, কিন্তু প্রাপ্য পদোন্নতি দেওয়া হয়নি।

হাফিজুরের আইনজীবী মো. আব্বাস উদ্দীন জানান, আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন এবং ৩ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, মামলার এক নম্বর আসামি আবু হেনা মো. রহমাতুল মুনিমের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। অন্যদিকে, নজিবুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। গত অক্টোবরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় আদালত তার রিমান্ড মঞ্জুর করে।