ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের হল থেকে ১০ শিক্ষার্থী বহিষ্কার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের হল থেকে ১০ শিক্ষার্থী বহিষ্কার।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাসে তল্লাশির পর দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলস্বরূপ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচ শিক্ষার্থীকে মুচলেকা দিতে বলা হয়েছে। কলেজ প্রশাসন আজ রাতে অফিস আদেশ প্রকাশ করেছে, যেখানে ১৭ ফেব্রুয়ারির ঘটনায় তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের আরও দুই শিক্ষার্থীকে মুচলেকা দিতে বলা হয়েছে।

ইতিপূর্বে, ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছিল, এবং কোতোয়ালি মডেল থানায় কোনো মামলা হয়নি।