আমদানি-রপ্তানি খাতে ১০ প্রতিষ্ঠান অর্জন করেছে এইও সনদ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ
আমদানি-রপ্তানি খাতে ১০ প্রতিষ্ঠান অর্জন করেছে এইও সনদ।

বাংলাদেশের ১০টি প্রতিষ্ঠানকে শুল্ক বিভাগ থেকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সনদ প্রদান করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠান কাস্টমস প্রক্রিয়া সম্পাদনে বিশেষ সুবিধা পাবেন, যেমন পণ্যের কায়িক পরীক্ষা-নিরীক্ষা নিজস্ব স্থানে করা এবং পণ্য সরাসরি আমদানিকারকের গুদামে পৌঁছানো। এ ছাড়া বন্দরে পণ্য আসার আগেই শুল্কায়ন কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

এনবিআর কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব সনদ প্রদান করা হয়, যেখানে ইউনিলিভার বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এ সনদ পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ১৭তে পৌঁছেছে, যাদের মধ্যে ১০টি নতুন বিধিমালার আওতায় সনদ পেয়েছে।

এইও সনদ পেলে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সুবিধা পাবে, বিশেষত যদি মিউচুয়াল রিকগনিশন অ্যাগ্রিমেন্ট (এমআরএ) থাকে। বাংলাদেশ এখনও কোনো দেশের সাথে এমআরএ চুক্তি করেনি, তবে বিশ্বব্যাপী অনেক দেশের সঙ্গে এই সমঝোতা চুক্তি রয়েছে।