এয়ার ইন্ডিয়ার ভাঙা আসনে বসতে বাধ্য, প্রকাশ্যে ক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
এয়ার ইন্ডিয়ার ভাঙা আসনে বসতে বাধ্য, প্রকাশ্যে ক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রীর

ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ভোপাল থেকে নয়াদিল্লিগামী বিমানে তাকে একটি ভাঙা আসন বরাদ্দ দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদন অনুসারে, চৌহান এক্স-পোস্টে লেখেন, যখন তিনি বিষয়টি বিমানকর্মীদের জিজ্ঞাসা করেন, তখন জানানো হয় যে “ম্যানেজমেন্ট এই আসনের টিকিট বিক্রি করেছে।” মন্ত্রীর দাবি, বিমানে আরও অনেক ভাঙা সিট রয়েছে এবং যাত্রীরা তাকে ভালো আসনে বসার অনুরোধ করেছিলেন, তবে তিনি অন্য কারও অসুবিধা চাননি।

এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিকানা টাটা গোষ্ঠীর হাতে রয়েছে। চৌহান বলেন, সংস্থাটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর পরিষেবার উন্নতি হবে বলে তিনি আশা করেছিলেন, তবে বাস্তবতা ভিন্ন। পুরো অর্থ নেওয়ার পরেও যাত্রীদের নড়বড়ে ও অস্বস্তিকর আসনে বসতে বাধ্য করা অনৈতিক।

এদিকে, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। ২০২২ সালে টাটা গোষ্ঠী প্রায় ৭০ বছর পর বিমান সংস্থাটির মালিকানা ফিরে পাওয়ার পর যাত্রীরা উন্নত পরিষেবার আশা করেছিল, কিন্তু বাস্তবে তারা হতাশ হচ্ছেন।