এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৮১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৭১১ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ বিষয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ তদন্তের সময় বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। তাঁর বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা শেয়ারের মূল্য ৮১৩৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এসব শেয়ার অন্যত্র স্থানান্তরের আশঙ্কা থাকায় তা অবরুদ্ধের আবেদন করা হয়।
এর আগে, চলতি বছরের ১৪ জানুয়ারি আদালত সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক এবং ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।
গত বছরের ৭ অক্টোবর আদালত সাইফুল আলম, তাঁর স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১১ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। এরপর, ৩০ জানুয়ারি এস আলম গ্রুপের ৩৬৮ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়। সর্বশেষ, ১২ ফেব্রুয়ারি পাঁচ হাজার কোটি টাকার শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।
আপনার মতামত লিখুন