ট্রুডোকে ‘উগ্র বামপন্থী’ বলে কটাক্ষ করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২২ অপরাহ্ণ
ট্রুডোকে ‘উগ্র বামপন্থী’ বলে কটাক্ষ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে “উগ্র বামপন্থী” এবং “মার্কসবাদী নীতি” অনুসরণকারী বলে আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, এই নীতির কারণে কানাডা ধ্বংসের মুখে পড়েছে।

এটি সেই সময়ের পরিপ্রেক্ষিতে এসেছে, যখন ট্রাম্প কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন এবং প্রতিবেশী দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার প্রস্তাব করেছিলেন।

সম্প্রতি, কানাডা দলের কাছে যুক্তরাষ্ট্র হকি খেলায় হারার পর ট্রুডো সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে আক্রমণ করেছিলেন, বলেছিলেন, “আপনি আমাদের দেশটি নিতে পারবেন না, আপনি আমাদের খেলাও নিতে পারবেন না।” ট্রুডোর এই মন্তব্যের পরদিন, ফক্স নিউজের ব্রায়ান কিলমেডের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “জাস্টিন একজন হেরে যাওয়া মানুষ, সবসময় তাই ছিলেন।”

ট্রাম্প আরও বলেন, কানাডার সঙ্গে তাদের সম্পর্ক ভালো, তবে ট্রুডোর সঙ্গে নয়, কারণ তিনি “মার্কসবাদী নীতি দিয়ে কানাডাকে ধ্বংস করছেন”। তিনি ট্রুডোকে ভবিষ্যতে নির্বাচনে হারের ভবিষ্যদ্বাণীও করেন, বলেছিলেন, “সে আর দৌড়াবে না, কারণ তার জয়ের সম্ভাবনা নেই।”

এদিকে, ট্রুডোর জনপ্রিয়তা ২০১৫ সালের ৬০ শতাংশ থেকে ২০২৪ সালের ডিসেম্বরে ২২ শতাংশে নেমে গেছে। সম্প্রতি তিনি নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।