ডিপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
ডিপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তি সই করা সাকিব আল হাসান মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অলরাউন্ডার তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করে খেলা না করার কথা জানিয়েছেন। আজ দলের পক্ষ থেকে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) এর কাছে একটি চিঠি পাঠানো হয় সাকিবের নাম প্রত্যাহারের জন্য, যা নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিব দেশে ফিরতে পারেননি এবং তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের হয়েছে। তবে তিনি দলের হয়ে ভারতের মাটিতে খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু দেশে ফিরে বিদায়ী টেস্টে খেলতে পারেননি। তার বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়ে নিষিদ্ধ হয়েছিল।

এছাড়া, সাকিব এবারের বিপিএলে চিটাগাং কিংসে খেলার কথা থাকলেও, দেশে না ফেরার কারণে সে সুযোগও মিস করেছিলেন। গতকাল ডিপিএল দলবদলের সময় লিজেন্ডস অব রূপগঞ্জ তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু একদিন পরই সাকিব নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানান। রূপগঞ্জ আজ সিসিডিএমে চিঠি পাঠিয়েছে তার নাম প্রত্যাহারের জন্য।

তবে, সাকিবের নাম এখনও দলবদলের তালিকা থেকে বাদ যায়নি। দলবদল শেষে ক্লাবগুলো সিসিডিএমে নিজেদের চূড়ান্ত তালিকা পাঠাবে, তখন তারা খেলোয়াড়দের নাম বাদ দিতে পারবে। ডিপিএল আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, এবং আজই শেষ হয়েছে দুই দিনব্যাপী দলবদল।