দুই কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চিঠি দিয়েও উত্তর পায়নি ডিএসই।

দুই মাসে নিউলাইন ক্লথিংস এবং ইয়াকিন পলিমারের শেয়ারদরের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যদিও এই দুটি কোম্পানি লভ্যাংশ দিতে অক্ষম। নিউলাইন ক্লথিংসের শেয়ার ২৩ ডিসেম্বর ছিল ৬ টাকা ৪০ পয়সা, যা বর্তমানে ১১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে, প্রায় ৭৫% বৃদ্ধি পেয়ে। এই কোম্পানিটি ‘জেড’ শ্রেণিভুক্ত হওয়ায় ঋণসুবিধাও পায় না এবং কোম্পানির বার্ষিক সাধারণ সভাও হয় না। অথচ শেয়ারদরের এই অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে ১৩ ফেব্রুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠালেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।
এছাড়া, ইয়াকিন পলিমারের শেয়ার ২২ ডিসেম্বর ছিল ৮ টাকা ২০ পয়সা, যা বেড়ে ১৪ টাকা ১০ পয়সা হয়েছে, প্রায় ৭২% বৃদ্ধি। কোম্পানিটি ২০২০ সালের পর লভ্যাংশ দেয়নি এবং সম্প্রতি শেয়ার মালিকানা পরিবর্তন হয়েছে, তবে আদালতের অনুমতি না থাকায় এজিএম করা যাচ্ছে না। এই কোম্পানিও ডিএসই থেকে ১২ ফেব্রুয়ারি চিঠি পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর আসেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, কোম্পানি দুটির শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধি সম্ভবত কারসাজির মাধ্যমে ঘটছে, এবং এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের তদন্তের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন