বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের ৪ ডিআইজি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ণ
বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের ৪ ডিআইজি।

পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি আজাদ মিয়া, এবং এনডিসি ও আমেনা বেগম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এই চার কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। তারা সরকারি নিয়ম অনুসারে অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।