মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইডেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ণ
মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইডেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে ইডেন এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

রবিবার ইডেন কলেজের বকুলতলায় শিক্ষার্থীরা এ সমাবেশের আয়োজন করে, আর ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের গেটে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ইডেন কলেজের শিক্ষার্থীরা সারাদেশে চলমান ধর্ষণ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানান, যেখানে নারী ও শিশুদের নিরাপত্তার দাবিতে তাদের সমাবেশ ছিল।

অপরদিকে, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিনতাই, ডাকাতি, ধর্ষণ এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘নিরাপত্তা আন্দোলন’ শুরু করেন।

ইডেন কলেজের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, তারা চান না আর কেউ ধর্ষণের শিকার হোক এবং নারীদের প্রতি নির্যাতন বন্ধ হোক, নতুন বাংলাদেশে।