শিক্ষার্থীদের জনপ্রিয়তার পরীক্ষা নির্বাচনেই দিতে হবে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, শিক্ষার্থীরা জনপ্রিয় হলে তা নির্বাচনে প্রমাণ করতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতে তারাও ছাত্র আন্দোলনের অংশ ছিলেন এবং গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে, মাত্র ছয় মাসের মধ্যে সদ্য রাজনীতিতে আসা শিক্ষার্থীদের বিলাসবহুল জীবনযাপন, রাজধানীর রূপায়ন টাওয়ারে অফিস ফ্লোর, কোটি টাকার গাড়ি, বাড়ি ও হেলিকপ্টার ব্যবহারের বিষয়টি কীভাবে সম্ভব, সে প্রশ্নও তোলেন তিনি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বরে জেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। সমাবেশে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। একই সঙ্গে তিনি পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে তিনি বলেন, শিক্ষার্থীদের একটি দল থাকা দরকার, এই বক্তব্যের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন এবং নিরপেক্ষতা হারিয়েছেন। বিএনপি এখনো তার পদত্যাগের দাবি তোলেনি, তবে তিনি যদি এমন পক্ষপাতমূলক আচরণ করেন, তাহলে তার সুনাম নষ্ট হবে। নোবেল জয়ীদের চরিত্রে কোনো ধরনের দ্বিচারিতা থাকার কথা নয়, তাই তাকে নিরপেক্ষতার জায়গায় থাকতে হবে।
সরকার ও শেখ পরিবারকে কঠোর ভাষায় আক্রমণ করে তিনি বলেন, দেশের এমন কোনো ব্যাংক নেই, যেখানে শেখ পরিবার চুরি করেনি। তিনি দাবি করেন, শেখ মুজিবের নাতনি দেশেও চুরি করেছে, বিদেশেও চুরি করেছে। শেখ রেহানাকে ‘বড় চোর’ আখ্যা দিয়ে তিনি বলেন, তিনি দেশের টাকা নিয়ে তার মেয়েকে লন্ডনে লালন-পালন করেছেন এবং এমপি হওয়ার পর সেখানেও চুরি করে পদত্যাগ করেছেন। এই পরিবার শুধু চুরির সঙ্গেই জড়িত নয়, হাজার হাজার মানুষ খুন করেছে, বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মীকে গুম করেছে, যাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে খারাপ। ঘরে ঘরে চুরি, ডাকাতি ও লুটপাট চলছে। সন্ধ্যার পর পরিবারের কেউ বাইরে থাকলে দুশ্চিন্তায় থাকতে হয়। তিনি প্রশ্ন করেন, সরকার যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তাদের কাজ কী? সেই সঙ্গে তিনি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং বলেন, জনগণের ভোটের মাধ্যমে বিজয়ীরা যেন ক্ষমতায় আসতে পারে, সে ব্যবস্থা করতে হবে।
আপনার মতামত লিখুন