শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের পথে

চলতি মাসের ২৬-২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল, যেখানে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দল ঘোষণার আগে, আগামী ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি। এই মতবিনিময় সভার মাধ্যমে দলের দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন দল ঘোষণার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আহ্বায়ক পদে নাহিদ ইসলামের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা থাকলেও সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। দীর্ঘ আলোচনার পর দলের শীর্ষ চারটি পদ প্রায় চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কারা সেই পদে থাকবেন, তা জানা যায়নি। পাশাপাশি আরও দুটি নতুন পদ সংযুক্ত করার প্রস্তাব এসেছে।
এ রাজনৈতিক দল ঘোষণার আগেই জাতীয় নাগরিক কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পরিচালনা করেছে, যাতে অনেক তরুণকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক একটি জনমত জরিপ পরিচালনা করা হয়, যেখানে নতুন দলের নাম, লোগোসহ বিভিন্ন দিক নিয়ে মতামত নেওয়া হয়েছে। গুঞ্জন রয়েছে যে নতুন দলের নাম ইংরেজিতে রাখা হতে পারে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আপনার মতামত লিখুন