সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হালিমাতুস সাদিয়া।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হালিমাতুস সাদিয়া।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন। আজ রবিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষার নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়। হালিমাতুস সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তাঁর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা চারবার বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল, তবে এবার তাদের পেছনে ফেলে প্রথম স্থান দখল করেন হালিমাতুস সাদিয়া। বিজেএস পরীক্ষায় ১০২ জনকে সহকারী জজ মনোনীত করা হয়েছে, তাদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী সফল হয়েছেন।

হালিমাতুস সাদিয়া এই অর্জনটি তার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের সহায়তার ফল বলে উল্লেখ করেন এবং তিনি সবার কাছে দোয়া চান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শূচিতা শরমিন এই সাফল্যে আনন্দিত এবং শিক্ষার্থীদের ভবিষ্যতেও ভালো ফলাফলের জন্য আশাবাদী।