সিইসি: নির্ভুল ভোটার তালিকা হালনাগাদে আগ্রহী নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
সিইসি: নির্ভুল ভোটার তালিকা হালনাগাদে আগ্রহী নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) সকল রাজনৈতিক দলকে নিয়ে ৯১, ৯৬ এবং ২০০১ সালের মতো নির্বাচন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর বিতর্ক—জাতীয় সংসদ নির্বাচন হবে না কি স্থানীয় সরকার নির্বাচন—এ বিষয়ে ইসি আলোচনা করতে চায় না। বরং, তাদের প্রথম লক্ষ্য হচ্ছে একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করা। বর্তমানে ভোটার তালিকায় ১৬ লাখ মৃত ভোটারের নাম রয়েছে, যা পরবর্তী আপডেটেড তালিকায় বাদ দেওয়া হবে এবং জুনে নতুন তালিকা তৈরি হতে পারে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) কক্সবাজারে ‘কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় এবং যে প্রশাসনে বর্তমানে দায়িত্ব পালন করছেন, তারা ৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচন পরিচালনা করেছেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন কোন অন্যায় চাপ বা সিদ্ধান্ত দেবে না” এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, সিইসি জানান, অন্তবর্তী সরকার দুটি ডেটলাইন নির্ধারণ করেছে—ডিসেম্বরের মধ্যে অথবা বড় রিফর্ম হিসেবে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মৃত ভোটারের নাম কমে যাবে এবং নতুন ভোটারের সংখ্যা বাড়বে। চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে বলে তিনি নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) শাকিল আহেমদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।