আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সন্ধ্যা থেকেই যৌথবাহিনীর টহল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সন্ধ্যা থেকেই যৌথবাহিনীর টহল

ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আজ (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পুরো ঢাকা শহরসহ যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেখানে টহল বাড়ানো হবে। এই টহল আজ সন্ধ্যা থেকেই শুরু হবে, যা যৌথভাবে পরিচালনা করবে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নেভি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, ঢাকার যানজটপূর্ণ পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এই সমস্যা সমাধানে পুলিশের জন্য ১০০টি মোটরসাইকেল কেনা হচ্ছে, যা পরে আরও বাড়ানো হবে। অন্যান্য বাহিনীর জন্যও মোটরসাইকেল বরাদ্দ দেওয়া হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে।

প্রেস সচিব জানান, আজকের সভায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা শহরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পেট্রোলিং কার্যক্রম শুরু করা হবে এবং পরে তা সারাদেশে সম্প্রসারিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে এবং দ্রুত দৃশ্যমান উন্নতি হবে বলে আশ্বাস দেন তিনি।