কঙ্গোয় বিদ্রোহীদের হামলা তীব্র, জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণা প্রেসিডেন্টের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২২ অপরাহ্ণ
কঙ্গোয় বিদ্রোহীদের হামলা তীব্র, জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণা প্রেসিডেন্টের

কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীদের তীব্র হামলার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রুয়ান্ডা-সমর্থিত এই বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করার পর দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি জাতীয় ঐক্য সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি ক্ষমতাসীন ‘সেক্রেড ইউনিয়ন অব দ্য নেশন’ জোটকে অভ্যন্তরীণ বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি একটা লড়াই হেরে যেতে পারি, কিন্তু যুদ্ধে তো হারিনি। বিরোধীসহ সবাইকে সম্পৃক্ত থাকতে হবে। একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে।” তবে তিনি নতুন সরকারের কাঠামো বা সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

পূর্ব কঙ্গোতে ১০০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, তবে সবচেয়ে উল্লেখযোগ্য এম২৩ বিদ্রোহীরা সামরিকভাবে দ্রুত অগ্রসর হচ্ছে। তারা ইতোমধ্যে পূর্বাঞ্চলের প্রধান শহর গোমা এবং দ্বিতীয় বৃহত্তম শহর বুকাভু দখল করেছে। সংঘাতের ফলে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্রোহীদের মধ্যে প্রায় চার হাজার রুয়ান্ডার সেনা রয়েছে, যারা রাজধানী কিনশাসার দিকেও অগ্রসর হওয়ার হুমকি দিচ্ছে। রুয়ান্ডা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, কঙ্গো ১৯৯৪ সালের তুতসি গণহত্যায় জড়িত হুতু যোদ্ধাদের প্রশ্রয় দিচ্ছে। অন্যদিকে, এম২৩ বিদ্রোহীরা নিজেদের রুয়ান্ডা বংশোদ্ভূত তুতসিদের ‘বৈষম্য থেকে মুক্তি’ এবং কঙ্গোলিজদের রক্ষা করার লড়াই হিসেবে উপস্থাপন করছে।

বর্ধিত সংঘাতের মধ্যে কঙ্গোর রাজনৈতিক অঙ্গনে ঐক্য প্রতিষ্ঠার এই আহ্বান কতটা কার্যকর হবে, তা নিয়ে দেশ-বিদেশে নানা আলোচনা চলছে।