টাইগারদের পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
টাইগারদের পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ২৩ বল হাতে রেখে জয় লাভ করে এবং সেমিফাইনালে জায়গা করে নেয়।

রাওয়ালপিন্ডিতে সোমবার বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে। তানজিদ হাসান তামিম ও শান্ত মিলে উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন। তবে তানজিদ তামিম ২৪ রানে মিচেল ব্রেসওয়েলের বলে আউট হয়ে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ অপ্রয়োজনীয় শটে আউট হলে দলটি বড় ধাক্কা খায়। মুশফিক ২ রান এবং মাহমুদউল্লাহ ৪ রান করে আউট হন, দুজনকেই ফিরিয়েছেন ব্রেসওয়েল।

এর আগে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ও দ্রুত আউট হন। মিরাজ ১৩ এবং হৃদয় ৭ রানে আউট হন। দলের বড় স্কোর তাড়াতে শান্ত ৭৭ রান করেন, ১১০ বল খেলে ৯টি চারের সাহায্যে। শান্ত আউট হলে জাকের আলী অনিকের ৪৫ রান এবং রিশাদ হোসেনের ২৬ রানের ইনিংস বাংলাদেশকে ২৩০ রান পার করতে সহায়তা করে।

নিউজিল্যান্ড ২৩৬ রান তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও কনওয়ে ও রবীন্দ্র মিলে দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন। কনওয়ে ৩০ রান করে আউট হলেও রবীন্দ্র ১১২ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান। পরে টম লাথাম ৫৫ রান করেন এবং গ্লেন ফিলিপস ২১ রান করে ইনিংস শেষ করেন। মিচেল ব্রেসওয়েলও ১১ রান করেন।