নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন আর বেঁচে নেই। তিনি সোমবার রাত ৮:৩০টার দিকে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ভাই, এক বোন এবং অনেক বন্ধু–স্বজন রেখে গেছেন। তার স্ত্রী হলেন সাহিত্যিক শাহীন আখতার। জাহিদুর রহিম অঞ্জন ভাষাসৈনিক মিজানুর রহিমের পুত্র। তাঁর মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাজ্জাদুর রহিম। তিনি জানান, জাহিদুর রহিম অঞ্জন চার মাস আগে লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য ভারতে গিয়েছিলেন। জানুয়ারি থেকে তিনি বেঙ্গালুরুতে ছিলেন এবং ১৯ ফেব্রুয়ারি তার অপারেশন হয়, তবে অপারেশন-পরবর্তী জটিলতায় তার মৃত্যু হয়।

জাহিদুর রহিম অঞ্জন দীর্ঘ সময় লিভারের সমস্যায় ভুগছিলেন এবং ভারতের স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা সম্প্রতি তার লিভার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নেন। অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা যান। জাহিদুর রহিম অঞ্জন তাঁর প্রথম সিনেমা ‘মেঘমল্লার’-এর জন্য শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

তিনি ভারতের পুনে ফিল্ম ইন্সটিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি লাভ করেছিলেন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তার মৃত্যুতে চলচ্চিত্রের সহকর্মী ও অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।