নোভারটিস বাংলাদেশের শেয়ার স্থানান্তরের উপর একটি স্থিতাবস্থা জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
নোভারটিস বাংলাদেশের শেয়ার স্থানান্তরের উপর একটি স্থিতাবস্থা জারি করা হয়েছে।

হাইকোর্ট নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার স্থানান্তরের ওপর দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এই আদেশটি আদালত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে দেন, যেখানে নোভারটিস বাংলাদেশের কিছু কর্মী তাদের ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধার দাবি জানিয়ে রিটটি করেন। কর্মীরা জানায়, ৫ ডিসেম্বর নোভারটিস তাদের শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে স্থানান্তরের সিদ্ধান্ত জানায়, এরপর তারা ক্ষতিপূরণ এবং চাকরির সুবিধাদি দাবি করে। অভিযোগে বলা হয় যে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তাদের আবেদন নিষ্পত্তি করতে নিষ্ক্রিয় ছিল, তাই তারা আদালতে রিট দায়ের করেন। আদালত তাদের পক্ষ থেকে স্থিতাবস্থার আদেশ দেন, যা আগামী দুই মাসের জন্য প্রযোজ্য থাকবে।