ব্যাংকের সুদ আয় এখন বিনিয়োগ আয়ের কাছাকাছি।

গত বছরের প্রথম ৯ মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের সম্মিলিত সুদ আয় ছিল ২১,৬২৫ কোটি টাকা, আর একই সময়ে এসব ব্যাংক ট্রেজারি বিল, বন্ডসহ অন্যান্য বিনিয়োগ থেকে আয় করেছে ১৮,১৩০ কোটি টাকা। ফলে অনেক ব্যাংকগুলোর বিনিয়োগ আয় তাদের সুদ আয়কেও ছাড়িয়ে গেছে। মূলত, ব্যাংকগুলোর ব্যবসা সুদ আয়ের উপর নির্ভরশীল, তবে গত কয়েক বছর ধরে ব্যবসায়িক স্থবিরতা এবং ঋণ চাহিদার অভাবে তাদের সুদ আয় কমেছে। তবে ব্যাংকগুলো অলস অর্থ না রেখে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে ভালো মুনাফা করেছে, যার ফলে বিনিয়োগ আয়ের পরিমাণ সুদ আয়ের কাছাকাছি পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, সরকার সংকটকালীন সময়ে উচ্চ সুদে ব্যাংকগুলোর কাছ থেকে অর্থ ধার করেছে, যা ট্রেজারি বিল ও বন্ডে সুদের হার বাড়িয়ে ব্যাংকগুলোকে লাভবান করেছে। বর্তমানে এসব ব্যাংকগুলোর বিনিয়োগ আয়ের প্রবৃদ্ধি সুদ আয়ের প্রায় সমান হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন