সাজেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে ৯৪টি রিসোর্ট, কটেজ এবং বসতঘর পুড়ে গেছে।

রাঙামাটির সাজেকে লাগা ভয়াবহ আগুন সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে ৯৪টি রিসোর্ট, কটেজ এবং বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্র জানায়, আগুন প্রথমে রুইলুইপাড়ার হেডম্যান লাল থাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে লাগে এবং তারপর তা আশপাশের বসতঘর ও রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় আতঙ্কিত পর্যটকরা ছোটাছুটি শুরু করেন।
সাজেকে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায়, আগুন লাগার তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় সাড়ে চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৩২টি রিসোর্ট ও কটেজ, ৩৬টি বসতঘর, ৬টি রেস্তোরাঁ এবং ২০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে, এবং ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
আপনার মতামত লিখুন