স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতের বিক্ষোভ

সারা দেশে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং সোমবার দুপুর ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে আবার মিছিল নিয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান। বিক্ষোভ চলাকালে তারা ‘সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’—সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ঢাবি শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, “দেশে চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠেছে, যার অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী ব্যবস্থা নিতে পারছেন না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, সোমবার ১টার মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা মাঠ পর্যায়ে ব্যবস্থা নেবো।”
আরেক শিক্ষার্থী নুরুল গণি ছগীর বলেন, “আপনারা পুলিশ, সেনাবাহিনী, র্যাব দিয়ে যদি সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ব দিন। আমরা আজকের পর থেকে দেশে আর কোনো ছিনতাই বা ধর্ষণের ঘটনা ঘটতে দেবো না।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে হত্যা, ছিনতাই ও ধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছেন না। তারা জানান, সোমবারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ না হলে তাদের আন্দোলন আরও তীব্র হবে।
আপনার মতামত লিখুন