স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বারিধারা ডিওএইচএসের বাসভবনের সামনে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে। জরুরি সংবাদ সম্মেলনের পরপরই তিনি গাড়িতে করে সেখানে উপস্থিত হন।

সাংবাদিকদের সঙ্গে কথা বললেও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসনাত। কিছুক্ষণ পর লাইভ সম্প্রচার চলছে বুঝতে পেরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তাকে বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।

এর আগে রাত ৩টার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি দেশে ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ বিদেশে পাচার করা টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে। তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব।”

বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগ দিনেও রাতে কোথাও আশ্রয় পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। যদি তারা কাজ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

ডেভিল হান্টের মাধ্যমে সন্ত্রাসী দমন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, “সন্ত্রাসীরা যেন কোথাও ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে—সেই ব্যবস্থা আমরা করব।”