স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাত থেকেই পরিস্থিতি স্পষ্ট হতে শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাত থেকেই পরিস্থিতি স্পষ্ট হতে শুরু করবে।

আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দৃশ্যমান হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও উন্নত করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে কোর কমিটির সভা শেষে তিনি বলেন, ছোটখাটো ঘটনার দ্রুত খবর পাওয়া যাচ্ছে এবং এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সে জন্য আলোচনা হয়েছে। এছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে আরও গতি আনা হয়েছে। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় তিনি বলেন, আগে এই ধরনের ঘটনা জানাতে দুই দিন সময় লাগতো, কিন্তু এখন তা দ্রুত জানানো সম্ভব হচ্ছে।