হবিগঞ্জে শিক্ষক হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
হবিগঞ্জে শিক্ষক হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থী ও এলাকাবাসী এই সমাবেশ আয়োজন করেন। এর সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন, যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে অবরোধ তুলে নেন, যার ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ জামেয়া হুসাইনিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী বুরহান উদ্দিনকে শাসন করার কারণে শিক্ষক হাজী মাওলানা সাইফুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে ওই শিক্ষার্থীর অভিভাবকরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীরা আশিক মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুর আলম জানান, পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।