২৮ ফেব্রুয়ারি একটি নতুন দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে চলেছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
২৮ ফেব্রুয়ারি একটি নতুন দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে চলেছে: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, রাজধানীর রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির অফিসে এই সম্মেলন আয়োজন করা হয়। আগামী শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, নতুন দলটির আত্মপ্রকাশ হবে জাতীয় সংসদের কাছাকাছি মানিক মিয়া অ্যাভিনিউতে, বিকেল তিনটায়। যদিও দলের নাম এখনো নির্ধারিত হয়নি।

সংবাদ সম্মেলনে, সারজিস আলম ঘোষণা করেন, “২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে।” তিনি বলেন, তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চাইছেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর মধ্যে, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং প্রবাসীদের প্রতিনিধিরাও থাকবেন। সারজিস আলম জানিয়েছেন, এই দলটি দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্মীয় এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে আখতার হোসেন জানান, দলের নেতৃত্ব নিয়ে বিস্তারিত ঘোষণা আত্মপ্রকাশের দিন করা হবে। এছাড়া, দলের গঠনতন্ত্র এবং কাঙ্ক্ষিত নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা করা হচ্ছে।

নতুন রাজনৈতিক দলটির নাম এবং প্রতীক নিয়ে জনমত জরিপ চালানো হয়েছে এবং দুটি লাখের বেশি মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে। জনগণের মধ্যে “গণতন্ত্র”, “স্বাধীনতা” এবং “ন্যায়বিচার” প্রাধান্য দিয়ে নামের প্রস্তাব এসেছে।