খনিজ সম্পদ নিয়ে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ণ
খনিজ সম্পদ নিয়ে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র।

ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র খনিজ সম্পদ নিয়ে চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, জানালেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, চুক্তির সব দিক চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই সই হতে চলেছে। এর আগে, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি খনিজ চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। এদিকে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ দাবি করেছেন, রাশিয়া যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চায়। ইউক্রেনে রাশিয়ার হামলার তিন বছর পূর্তিতে অনুষ্ঠিত কিয়েভ সম্মেলনে ইউরোপীয় নেতারা আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।