খালেদা জিয়া এখনো দুটি মামলার সম্মুখীন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
খালেদা জিয়া এখনো দুটি মামলার সম্মুখীন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা বহাল রয়েছে—একটি হত্যা এবং একটি বিস্ফোরক মামলা, যা কুমিল্লায় দায়ের করা হয়েছে। অতীতে, ওয়ান-ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দেশে মোট ৩৭টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ৩৫টি মামলার নিষ্পত্তি হয়ে গেছে। বেশ কিছু মামলা খারিজ হয়ে এবং কিছুতে খালাস পাওয়া গেছে, আর কিছু মামলায় অভিযোগের প্রমাণ না থাকায় অব্যাহতি দেওয়া হয়েছে। আইনজীবীরা আশা করছেন, বাকি দুটি মামলাতেও খালেদা জিয়া অব্যাহতি পাবেন এবং শীঘ্রই তিনি পুরোপুরি মামলামুক্ত হবেন।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়েছিল, কিন্তু তার কোনো দায় নেই। তিনি আরও বলেন, “আইন তার নিজস্ব গতিতে চললে, খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন।”

এই মামলাগুলোর মধ্যে ছিল দুর্নীতি, মানহানি, রাষ্ট্রদ্রোহ, হত্যা, নাশকতা, বোমা হামলা, মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ‘মিথ্যা’ জন্মদিন পালন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ। এর মধ্যে ২৮টি মামলা ঢাকায় এবং ৯টি মামলা অন্যান্য জায়গায় দায়ের হয়। বর্তমানে কেবল কুমিল্লার দুটি মামলা বাকি রয়েছে—একটি হত্যা এবং একটি বিস্ফোরক মামলা, যা এখনো চার্জ গঠন শুনানির অপেক্ষায় রয়েছে।