চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের সাবেক উপ-পরিদর্শক ছিনতাইয়ের শিকার
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নে পাগলা মামা মাজারের কাছে দাওয়াতে এসে পুলিশের সাবেক উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি রাতে মোটরসাইকেলযোগে রাঙ্গুনিয়ায় আসার পর, ছিনতাইকারীরা তাকে মাথায় আঘাত করে গুরুতর আহত করে এবং নগদ ৩২ হাজার টাকা, মানিব্যাগ, মোবাইল, মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে গেলে, পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছিনতাইকারী মো. নুরুল আলমকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন