জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা চীন সফরে যাচ্ছেন না।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাদের কেউ চীন সফরে যাচ্ছেন না। সোমবার এক বিজ্ঞপ্তিতে কমিটি স্পষ্টভাবে জানায়, কিছু গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে যে, কমিটির কয়েকজন সদস্য চীনে যাচ্ছেন, কিন্তু কমিটি এ বিষয়ে কিছু জানে না এবং তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণও পায়নি। তারা আরও উল্লেখ করেছে যে, কোনো ব্যক্তি কমিটির অনুমতি ছাড়া চীনের সফর করলে তা একান্তই তার ব্যক্তিগত উদ্যোগ হবে এবং এতে কমিটির কোনো সম্পর্ক থাকবে না। এছাড়া, সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে, যেন কেউ কমিটির নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি না করে।
আপনার মতামত লিখুন