টেলিটকের ৩ হাজার কোটি টাকার টেন্ডার নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।

আওয়ামী লীগ সরকারের অধীনে টেলিটকের ৩ হাজার কোটি টাকার ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের টেন্ডার নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। প্রথম দফায় আহ্বান করা টেন্ডারে তিনটি কোম্পানি অংশ নিলেও তাদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ ওঠে, এবং টেন্ডারের শর্ত না মানার প্রমাণও পাওয়া যায়। এর ফলস্বরূপ, তিনটি কোম্পানিকেই অযোগ্য ঘোষণা করা হয়, যার কারণে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ আটকে যায়। পরে, টেলিটক বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) কাছে টেন্ডারের সিদ্ধান্ত জানতে চিঠি পাঠায়।
এখন এই প্রকল্পের জন্য নতুন দরপত্র ঘোষণা করা হবে কিনা বা শুধুমাত্র চায়না মেশিনারিজকে একক সমাধান দেওয়ার সিদ্ধান্ত হবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিপিপিএ জানিয়েছে, নতুন দরপত্রে টেলিটক কাকে আহ্বান করবে, তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এই প্রকল্পটি ২ হাজার কোটি টাকা চীনা অনুদান এবং ৯০০ কোটি টাকা বাংলাদেশের সরকারের সহায়তায় চলমান ছিল। তবে, টেন্ডার প্রক্রিয়ায় শর্ত না মানায় তিনটি কোম্পানি অযোগ্য ঘোষণা হয়। টেলিটক জানায়, এই প্রকল্পের সাথে যুক্ত কোম্পানিগুলোর পক্ষ থেকে নানা অনিয়ম ও শর্ত লঙ্ঘন করার কারণে নতুন টেন্ডার আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে জাতীয় স্বার্থ রক্ষা করা যায়।
আপনার মতামত লিখুন