পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর পরিচালিত একটি অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়, যাতে ১০ জন সন্ত্রাসী নিহত হয়। বর্তমানে ওই অঞ্চলে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামক অভিযান চলমান রয়েছে, যার উদ্দেশ্য সন্ত্রাসবাদ নির্মূল করা।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষত, নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে এই হামলা বৃদ্ধি পেয়েছে।