পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি, নজিরবিহীন সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি, নজিরবিহীন সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পুলিশের ৮২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার জারি করা এ আদেশের মাধ্যমে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) আবদুল আলীম মাহমুদসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্ব থেকে কার্যত সরিয়ে দেওয়া হলো। ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৩ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ৪৯ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৯ জন পুলিশ সুপার।

সরকারি ভাষ্য অনুযায়ী, ওএসডি করা প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হলেও সাধারণত এটি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হয়। তবে এই আদেশের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই কর্মকর্তারা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন, যা বিতর্কিত হিসেবে বিবেচিত হয়।

একসঙ্গে এতসংখ্যক পুলিশের শীর্ষ কর্মকর্তাকে ওএসডি করার ঘটনা নজিরবিহীন। এর আগে বিভিন্ন সময় নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওএসডি বা বদলি করা হলেও, একযোগে ৮২ জন কর্মকর্তার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নজর কাড়ছে। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে রাজি হননি।