প্রেমিকার টানে ১৩ হাজার কিলোমিটার পাড়ি দিল হাম্পব্যাক তিমি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
প্রেমিকার টানে ১৩ হাজার কিলোমিটার পাড়ি দিল হাম্পব্যাক তিমি

প্রেমিকার জন্য ১৩ হাজার ৪৬ কিলোমিটার ভ্রমণ! এমনকি, এটি কোনো মানুষ নয়, বরং একটি হাম্পব্যাক তিমি। এই তিমি দক্ষিণ আমেরিকা থেকে ৮ হাজার ১০৬ মাইল (১৩ হাজার কিলোমিটার) পাড়ি দিয়ে আফ্রিকার উপকূলে পৌঁছেছে। সাধারণত, হাম্পব্যাক তিমি প্রায় ৪ হাজার ৯৭১ মাইল (৮ হাজার কিলোমিটার) পর্যন্ত ভ্রমণ করে, তবে এই তিমিটি তা দ্বিগুণ করেছে।

গবেষকরা বলছেন, এই রেকর্ড-breaking যাত্রা প্রেমের টানেই হয়েছে। এ ঘটনা তিমির অভিবাসনের নতুন দিক উন্মোচন করেছে। গবেষণাপত্র অনুযায়ী, এই প্রথমবার একটি পুরুষ হাম্পব্যাক তিমি প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে ভ্রমণ করেছে।

২০১৩ সালে কলম্বিয়ায় প্রথম দেখা যায় তিমিটি, এবং পরবর্তীতে ২০২২ সালে আফ্রিকার পূর্ব উপকূলে ভারতের মহাসাগরে দেখা যায়। গবেষক টেড চিজম্যানের মতে, তিমিটি খাবারের অভাব ও সঙ্গীর জন্য প্রতিযোগিতার কারণে নতুন অঞ্চল খুঁজতে আফ্রিকায় চলে গিয়েছিল।