বাংলাদেশে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারকে বিপদে ফেলতে পারে প্রস্তাবিত দুটি অধ্যাদেশ।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ছয়টি সংগঠন ও জোট, যাদের মধ্যে রয়েছে পেন ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যাকসেস নাও, উদ্বেগ প্রকাশ করেছে যে, বাংলাদেশের প্রস্তাবিত সাইবার সুরক্ষা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশগুলো স্বাধীন মতপ্রকাশের অধিকারকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এসব অধ্যাদেশের খসড়ায় অস্পষ্ট এবং বিস্তৃত বিধান থাকায়, এগুলো মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মধ্যে ফেলতে পারে। বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন সেগুলোর প্রণয়ন স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিকবান্ধব হয়।
আপনার মতামত লিখুন