মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালানোর খবর পেয়ে বুয়েট শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালানোর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদ হিসেবে বুয়েটের কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। সোমবার রাত ১১টার দিকে বুয়েট শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে। রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বুয়েটের ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল শুনানি চলাকালীন তারা জানতে পারেন যে, মুনতাসির আল জেমি গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক, ফলে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তারা বলেন, এই ঘটনা আবরার ফাহাদের হত্যার সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং বিচারব্যবস্থার জন্য লজ্জাজনক।
বিক্ষোভকারীরা সরকারের কাছে দাবি জানান, দ্রুত পলাতক আসামি জেমিকে গ্রেপ্তার করা এবং তার পালিয়ে যাওয়ার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনের পর আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজও সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্ট জবাব চেয়েছেন।
আপনার মতামত লিখুন