রোনালদোদের বাস দুর্ঘটনায় পড়ার পর, রোনালদোর গোলেই আল নাসর এগিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
রোনালদোদের বাস দুর্ঘটনায় পড়ার পর, রোনালদোর গোলেই আল নাসর এগিয়ে গেছে।

সৌদি প্রো লিগে আল নাসরের জন্য সময় ভালো যাচ্ছে না। আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হারার পর তারা পয়েন্ট তালিকায় চারে নেমে গেছে, আর শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। এ কারণে শিরোপা দৌড়ে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে।

এবার মাঠের বাইরে তাদের জন্য এসেছে আরেকটি দুঃসংবাদ। মক্কার ক্লাব আল ওয়েহদার বিরুদ্ধে খেলতে স্টেডিয়ামে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে আল নাসরের বাস। বাসে রোনালদো, সাদিও মানে, আইমেরিক লাপোর্তে সহ সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় যে, চলন্ত বাসটির সামনের অংশ রাস্তার সঙ্গে আটকে গিয়েছিল। তবে, বাসের ক্ষতি হলেও সবাই নিরাপদ ছিলেন।

মক্কার কিং আবদুলআজিজ স্টেডিয়ামে আল ওয়েহদা-আল নাসর ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ঘটনার কারণে রোনালদোরা সময়মতো মাঠে পৌঁছাতে পারেনি, ফলে খেলা রাত ১১টায় শুরু হয়। প্রথমার্ধে গোল না হলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদো তার দুর্দান্ত হেডে গোল করেন এবং আল নাসরকে এগিয়ে নিয়ে যান। এটি ছিল তার ক্যারিয়ারের ৯২৫তম গোল এবং সৌদি প্রো লিগে এই মৌসুমে ১৭তম গোল। তিনি এখন লিগের শীর্ষ গোলদাতা, আল ইত্তিহাদের করিম বেনজেমাকে (১৬ গোল) ছাড়িয়ে গেছেন।

এছাড়া, সৌদি আরবের দৈনিক ‘ওকাজ’ জানিয়েছে যে, কোনো দল নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে পৌঁছালে ১০ হাজার রিয়াল (৩ লাখ ২৩ হাজার টাকা) জরিমানা করা হয়, তবে দুর্ঘটনার কারণে রোনালদোদের উপর হয়তো জরিমানা করা হবে না।

এই প্রতিবেদন লেখার সময়, আল নাসর ১-০ ব্যবধানে এগিয়ে ছিল।