সুইডেনে ফুল-ফান্ডেড ৭৫০টি স্কলারশিপ, যা জীবনযাপন খরচ, ভ্রমণ ব্যয়সহ বিভিন্ন সুবিধা প্রদান করবে।

সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করছে। এই স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনা করার সুযোগ পাওয়া যাবে। এই বৃত্তির নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ)। বাংলাদেশসহ ৩১টি দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সুইডিশ ইনস্টিটিউট ৭৫০টিরও বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। আবেদনকারীদের সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে, এবং সফল হলে ২০২৫ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে।
বৃত্তির সুবিধাগুলোর মধ্যে রয়েছে:
- মাসে ১২,০০০ সুইডিশ ক্রোনার জীবনযাত্রার খরচ হিসেবে;
- স্বাস্থ্যবীমা;
- ১৫,০০০ সুইডিশ ক্রোনার ভ্রমণ অনুদান;
- এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালস ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের সদস্যপদ।
আবেদন করতে হলে শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। এছাড়া সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদি কনটেন্ট ও প্রেজেন্টেশন উচ্চমানের হতে হবে। প্রার্থীদের সুইডেনের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৫-এর মধ্যে অফার লেটার পেতে হবে।
আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে সিভি, রেফারেন্স, কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, এবং মোটিভেশনাল লেটার অন্তর্ভুক্ত।
আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে হবে এবং আবেদন করতে হবে। আবেদনকারীদের শেষ
আপনার মতামত লিখুন