পটুয়াখালীর বাউফলে তরমুজ পরিবহনে বাধা, চাষিদের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
পটুয়াখালীর বাউফলে তরমুজ পরিবহনে বাধা, চাষিদের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষেত থেকে তরমুজ পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তরমুজ কেটে বিপাকে পড়েছেন চাষিরা। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মোসলেম উদ্দিন ওরফে মোচন পঞ্চায়েত নামে এক চাষি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে বলা হয়েছে, ওয়াকফ এস্টেটের ১২৩ একর জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন মোসলেম উদ্দিন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রায় ১০ একর জমির তরমুজ কাটা হয় এবং তরমুজ পরিবহনে রমিজ উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে বাধা দেয়। তারা তরমুজ পরিবহনের জন্য শুধুমাত্র তাদের পছন্দের গাড়িতে পরিবহন করার হুমকি দেয়।

চাষিরা অভিযোগ করেন, ৫ আগস্টের পরেও এমন হয়রানী মেনে নেওয়া যায় না। অন্যান্য চাষিরাও একই ধরনের অভিযোগ করেছেন।

এ বিষয়ে যুবদল নেতা মো. রমিজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, “তিনি এসবের সঙ্গে জড়িত নন”।

বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।